কোভিড-১৯: সংক্রমণ ছড়িয়ে পড়েছে ঢাকা সেনানিবাসে

আক্রান্তদের মধ্যে আছেন আর্মি মেডিক্যাল কোরের আটজন কর্মকর্তা।

কোভিড-১৯: সংক্রমণ ছড়িয়ে পড়েছে ঢাকা সেনানিবাসে
বাংলাদেশে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সেনাবাহিনীকে মোতায়েন করেছে সরকার। রাজধানী ঢাকাসহ সারাদেশে লকডাউন নিশ্চিত করার লক্ষ্যে টহল দিচ্ছেন সেনাসদস্যরা। ফটো: সালাহউদ্দিন আহমেদ/সিপা/আলামি লাইভ নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোরের (এএমসি) আটজন পদস্থ কর্মকর্তা কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশনের পরীক্ষায় তাদের শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন পদস্থ কর্মকর্তা নেত্র নিউজের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এএমসির কর্মকর্তারা ছাড়াও আরও অন্তত ছয়জন নন-কমিশনড সেনাসদস্য ও বেসামরিক ব্যক্তি সিএমএইচের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই ঢাকা সেনানিবাসের বাসিন্দা।

ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত সংবেদনশীলতার কারণে নেত্র নিউজ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীনদের নাম ও অন্যান্য পরিচয়মূলক তথ্য প্রকাশ করছে না। তবে আমরা এতটুকু বলতে পারি যে, এএমসির ওই আট কর্মকর্তাদের মধ্যে আছেন দুইজন লেফটেনেন্ট কর্নেল, পাঁচজন মেজর ও একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। এরা সকলেই ঢাকা সেনানিবাসে কোভিড-১৯ ভাইরাসের “লোকাল ট্রান্সমিশনের” শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীতে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নেত্র নিউজ। ১১ এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে সেনাসদস্যদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।●