বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝে মাঝে বিভিন্ন দাবিতে ভিসি-বিরোধী আন্দোলন দানা বাঁধে। কিন্তু সরকার শিক্ষার্থীদের দাবি আমলে নেওয়ার বদলে ভিসিদের পক্ষ নেয়। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী ও পুলিশি হামলার ঘটনায় মদদ দেওয়া বা নিরব থাকতেও দেখা যায় সরকারকে। সরকার কেন এমন করে?