২০২৪ সালের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ ছিল শ্রমজীবী মানুষেরও। আশা ছিল নয়া বন্দোবস্তের আলাপে ঠাঁই পাবে তাদের স্বার্থসুরক্ষার আলাপও। কিন্তু দেখা যাচ্ছে, পুরনো ব্যবস্থা টিকিয়ে রেখে শ্রমিক শোষণের ক্ষেত্র সম্প্রসারণেই বেশি মনোযোগী সরকার।