রাষ্ট্রের আইনি দায়বদ্ধতা ও রাষ্ট্র-পরিচালিত তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরকার বাস্তবতার মধ্যে যে প্রকট তফাত রয়েছে, তা স্পষ্টভাবে উঠে এসেছে নেত্র নিউজের অনুসন্ধানে। এসব কেন্দ্রে পুনর্বাসনের নামে এমন অসংখ্য শিশুকে বন্দী করে রাখা হয়, যাদের বিরুদ্ধে কোনো দণ্ডাদেশ নেই, এমনকি যথাযথ অভিযোগপত্রও নেই।