একদিকে শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে একটি অস্পষ্ট, রাজনৈতিক বিবেচনায় করা খুনের মামলায় অভিযুক্ত করে কারাগারে বন্দী রাখা হয়েছে। অন্যদিকে, মামুন, লিজা এবং সিয়াম যারা পূর্ববর্তী সরকারের দমন-পীড়নের সময় নিহত হয়েছিল, তারাও ন্যায়বিচার বঞ্চিত হচ্ছেন।